মনা,নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় বাসা ভাড়ার নামকরে আরিফ মঞ্জিলের মালিক কবির হোসেন বরকন্দাজের বাসার ভিতরে প্রবেশ করে তার স্ত্রীর আড়াই ভরি ওজনের দুইটি হাতের বালা ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় এক মহিলা চোর। পরে সিসি টিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করে আটক করে নিয়ে আসে চাঁদপুর মডেল থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানাগেছে, শহরের ওয়ারলেস বাজার এলাকায় গত ৪ ডিসেম্বর একমহিলা বাসা ভাড়ার কথা বলে কবির হোসেন বরকন্দাজের বাসায় যায় এবং তার স্ত্রীর সাথে কথা বলে বাড়ীর অবস্থান দেখে আসে। সেই প্রতারক চোর চক্রের মহিলা সদস্য।
তারই ধারাবাহিকতায় আজ দুপুরে পুনরায় সেই বাসায় যায়,এবং বাড়ীর গৃহকর্তী সেই মুহুর্তে রুমে না থাকায় সেই মহিলা চোর সুযোগ বুঝে তার আলমিরার চাবি পাশের ওয়ারড্রপে থাকতে দেখে তা নিয়ে স্টিলের আলমিরা খুলে দুটি আড়াই ভরি ওজনের হাতের বালা ও নগদ অর্থ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে বাড়ীর গৃহকর্তী ঘরে প্রবেশ করে আলমিরার সব কিছু এলোমেলো দেখে তার সন্দেহ হয়। সাথে সাথে তার স্বামীকে ঘটনাটি অবহিত করেন।
তার স্বামী কবির হোসেন তখন দোকানে থাকা অবস্থায় সেই মহিলাকে তার দোকানের সামনে দিয়ে যেতে দেখে তখন তিনি তাকে ডাক দেন এবং তার সাথে কথা বলে। পরে সে খুব দ্রুত গতিতে চলে যায়। তখনই কবিরের বিষয়টি সন্দেহ হয়। পরে তিনি বিষটি মডেল থানা পুলিশ কে অবহিত করলে এসআই সুমন ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে মহিলা চোরকে আটক করে থানায় নিয়ে আসেন।
খোজ নিয়ে জানা গেছে, সেই মহলা চোর চাঁদপুর ২৫০ সয্যা সরকারি জেনারেল হাসপাতালের বাবুর্চির মেয়ে অনামিকা হিরা। সে ইতোপূর্বে আরো কয়েকবার বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ অনেকের।
