ঢাকাFriday , 23 December 2022
  • অন্যান্য

গাইবান্ধার পলাশবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ কোটি টাকার ক্ষতি।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী হাটে ভয়াবহ অগ্নিকান্ডে মেসার্স ট্রেডাস, মেডিসিনের দোকান, কাপড়ের দোকান, চালের দোকান সহ প্রায় ৮ টি দোকান ঘর,গুদামের মালামাল পুরে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান।

ঘটনাটি ঘটেছে ২৩ ডিসেম্বর শুক্রবার ভোর ৫ টার দিকে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘন্টা নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুসুল্লীরা ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ী হাটে ওই মার্কেটের আল-আমিনের চালের আড়তে আগুনের লেলিহান শিখা দেখতে পান। মুহূর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে মার্কেটের ৮ টি দোকান- গুদামঘর সম্পূর্ণ পুরে ভস্মিভূত হয়ে যায়।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।