ঢাকাFriday , 23 December 2022
  • অন্যান্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ নিহত ১

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ইয়াদ আলী (৩০) নামের ট্রাক চালকের এক সহকারি নিহত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মৌসুমী পাম্পের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দিনাজপুরগামী আলু বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ট্রাক হেলপার ইয়াদ আলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মোকামতলা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিবাকে খবর দেয়া হয়েছে। তারা এসে পৌছিলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফ আনোয়ার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।