খলিলুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হলের ডাইনিং ও ক্যাম্পাসে অবস্থিত হোটেল সমূহে খাবারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও মানোন্নয়ন দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (২৩ মে) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়, বাংলাদেশ ছাত্র মৈত্রীর ইবি শাখার নেতৃবৃন্দরা ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপির দাবি সমূহ :হলের ডাইনিং সমূহে বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্ব মূল্য নির্ধারণ করতে হবে,শিক্ষার্থীদের সাথে পরামর্শ ব্যতিরেকে ও প্রশাসনের অনুমতি ছাড়া হলের ডাইনিং সমূহে প্রায়ই হঠাৎ মুলাবৃদ্ধি বন্ধ করতে হবে,ক্যাম্পাসে অবস্থিত হোটেল ও হলের ডাইনিং সমূহে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে, খাবার পরিবেশনের স্থান ও রান্নাঘর পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে,ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ছোটো সমূহে খাবারের মূল্য প্রশাসন কর্তৃক নির্ধারণ করে মূল্য তালিকা প্রদর্শন।হলের ডাইনিং সমূহে ভর্তুকি বৃদ্ধি করতে হবে, ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত হোটেল সমূহে খাবারের মূল্য প্রশাসন কর্তৃক নির্ধারণ করে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে,হলের ডাইনিং সমূহে ও ক্যাম্পাসের অভ্যন্তরের হোটেল সমূহে খাদ্যের মান ও দাম নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠন পূর্বক নিয়মিত তদারকি করতে হবে। সভাপতির বক্তব্যে আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা কি অবস্থায় আছে, কি খাচ্ছে, কোন পরিবেশে পড়াশোনা করছে সে বিষয়ে প্রশাসনের কোন দৃষ্টিপাত নেই। তাই গুরুত্বপূর্ণ এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আমরা এখানে দাঁড়িয়েছি। বিগত কয়েকদিন আগেও বিভিন্ন হল ডাইনিং -এর খাবারে মাছি-শামুক পাওয়া গিয়েছে। এ ছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরে খাবারের হোটেল গুলোতে নেই সুনির্দিষ্ট মূল্য তালিকা। এ সময় তিনি আরো বলেন, বিদেশের কিছু বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ডাইনিং এ বিদ্যমান রেশনিং ব্যবস্থার কথা উল্লেখ্য করে বিশ্ববিদ্যালয়ের হল ডাইনিং গুলোতে এমন পদ্ধতি কীভাবে শুরু করা যায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এমন নিয়ম চালু করা গেলে সাধারণ শিক্ষার্থীরা স্বল্পমূল্য পুষ্টিকর খাবার পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আব্দুর রউফ।
