রেজাউল করিম,
স্টাফ রিপোর্টারঃ
কমলাপুর থেকে হানিফ ফ্লাইওভারের রাস্তা,যাত্রাবাড়ী, মানিকনগর বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে। একের পর এক মিছিল নিয়ে তারা আসছেন সমাবেশস্থলে।
আজ শনিবার দুপুর ২ টার দিকে দেখা যায়, যাত্রাবাড়ী থেকে বাসাবো পর্যন্ত লোকে লোকারণ্য। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের উদ্দেশে আসছেন নেতাকর্মীরা।এদিকে, কমলাপুর স্টেশনে ট্রেনে করে আসা নেতাকর্মীদের মিছিল করতে করতে আসতে দেখা গেছে।
সায়েদাবাদ বিএনপি কর্মী শফিকুলের সঙ্গে। ৫ দিন আগে তিনি যশোর থেকে ঢাকা এসেছেন বলে জানান।
তিনি বলেন, ‘যশোর থেকে আমরা প্রায় ৫ হাজারের মতো মানুষ এসেছি। বিভিন্ন সময়ে, বিভিন্ন উপায়ে আমরা ঢাকা এসেছি।’
সকাল থেকেই গোলাপবাগ মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির লাখো নেতাকর্মী এসেছেন । গতকাল রাতেই পূর্ণ হয়ে গেছে মাঠ।
আজ সকাল সাড়ে ১০টায় গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের মঞ্চে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল হাসান শ্রাবণসহ আরও অনেক নেতাকর্মী। অনুষ্ঠান পরিচালনা করছেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।
কমলাপুর, সায়েদাবাদ, গোলাপবাগ সহ পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশের অবস্থান চোখে পড়েছে।
