ঢাকাSaturday , 10 December 2022
  • অন্যান্য

যশোর পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত – আহত ১৫

Link Copied!

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, হৈবতপুর ইউনিয়নের বেলেঘাটা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে খাকন মিয়া (৪৯) ও খাজুরার শাহাদৎ হোসেনের ছেলে নাসিম হোসেন (২৫)। আহতদের মধ্যে দু’জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো, খাজুরা এলাকার দাউদ হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) ও পাঁচবাড়িয়া গ্রামের রবির ছেলে তানভীর হোসেন (২৪)।

আহত তানভীর জানান, তারা তিন বন্ধু মোটরসাইকেল যোগে খাজুরা থেকে যশোর আসছিলেন। পথিমধ্যে পাঁচবাড়িয়া নামকস্থানে পৌঁছালে বিপরীত মুখি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসিমমের মৃত্যু হয় ও তারা দু’জন আহত হন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে কমপক্ষে ১২/১৩ জন আহত হন। পরে ফায়র সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এদিকে, শুক্রবার সকালে খোকন মিয়া ক্ষেতের সবজি বিক্রি করার জন্য বারীনগর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজার অদূরে সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।