ঢাকাSaturday , 21 May 2022
  • অন্যান্য

ইবিতে দুই দিন ব্যাপী ছবি প্রদর্শনী উৎসব শুরু

Link Copied!

খলিলুর রহমান – ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক ছবি প্রদর্শনী উৎসব শুরু হয়েছে। শনিবার (২১মে) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সংঘের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী উৎসবে ফ্রেমে বন্দি ছবিগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সমাজের বাস্তবিক চিত্র, দেশের ও ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য , লাইফস্টাইল,স্ট্রিট, ড্রোন ছবি ইত্যাদিসহ প্রায় শতাধিক স্থির চিত্র। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফটোগ্রাফি সংঘের সভাপতি সোহানুর রহমান বলেন, ফটোগ্রাফি হচ্ছে একটা শিল্প ও মনের ভালোলাগা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ছবি প্রদর্শনী উৎসব হচ্ছে। আমরা এটা শুরু করি একটা অনলাইন ইভেন্টের মাধ্যমে যেখানে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্ডিয়া, ভুটানসহ ৭টা দেশ থেকে দেড় হাজার ছবি জমা দেওয়া হয় এবং বিচারক প্যানেলের মাধ্যমে ১২০ টি ছবি নির্বাচন করা হয় এবং ৮২ টা ছবি রেজিষ্ট্রেশন করা হয়েছে । এছাড়াও সর্বোচ্চ পছন্দনীয় বিভিন্ন ক্যাটাগরির ৬ টি ছবির মালিক কে পুরস্কৃত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।