ঢাকাSaturday , 3 December 2022
  • অন্যান্য

গৌরনদীতে সয়েল টেষ্টের গর্ত থেকে প্রাকৃতিক গ্যাস দেখতে উপচে পড়া ভীড়

admin
December 3, 2022 9:32 pm
Link Copied!

সৈয়দ রুহুল আমিন আরজু

বরিশালের গৌরনদী উপজেলা সদরের শাওড়া গ্রামে পাঁকা বাড়ি নির্মানের জন্য করা সয়েল টেষ্টের গর্ত থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস।

এ ঘটনা দেখতে ঘটনাস্থলে মানুষের উপচেপড়া ভীড় জমেছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,

উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্ধ্যা রাজধানী ঢাকার ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান সম্প্রতি উপজেলা সদরের শাওড়া গ্রামে বাড়ি করার জন্য ৬শতক জমি কেনেন।

জমিতে পাঁকা বাড়ি নির্মানের জন্য গত বুধবার দুপুরে সেখানে সয়েল টেষ্ট করান। শুক্রবার দুপুর ১২টার দিকে সয়েল টেষ্টকৃত ওই জমির পাশের রাস্তার ওপর দাড়িয়ে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন।

এ সময় ওই যুবকদের একজন ধুমপানের জন্য সিগারেট ধরাতে দিয়াসলাই জ্বালান। সিগারেট ধরানোর পর

তিনি জলন্ত ম্যাচকাঠিটি সয়েল টেষ্টের ওই গর্তের দিকে ছুড়ে মারেন। এ সময় গর্তের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

এ ঘটনা দেখে যুবকগন হতবিহব্বল হয়ে পড়েন। এরপর তারা ত্রিপল নাইনে ফোন দিয়ে ঘটনা জানান। মুহুর্তের মধ্যে ঘটনাটি লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে ছুটে যায়। তখন ঘটনাস্থলে মানুষের উপচেপড়া ভীড় লেগে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা দেখে জানান যে, গর্তের ভেতর থেকে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। সেখানে প্রাকৃতিক গ্যাসের খনি থাকার সম্ভাবনা রয়েছে।

তাই তড়িঘরি করে তারা আগুন নিভিয়ে ফেলে গর্তটিকে মাটিচাঁপা দিয়ে আটকে দেন তারা।

এরপর সেখান থেকে ফিরে যাওয়ার সময় ফায়ার সার্ভিস কর্মীরা ওই গর্তের কাছে লোকজনকে যেতে নিষেধ করে যান।

শুক্রবার বিকেলে ঘটনাস্থল ঘুরে দেখাগেছে, মাটিচাঁপা দেয়া গর্তের ভেতর থেকে গড়গড় শব্দ বের হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মীরা মাটিচাঁপা দিলেও সেখান থেকে গ্যাস নির্গমন বন্ধ হয়নি।

গৌরনদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ আক্তার উদ্দিন জানান বলেন, আমরা এ বিষয়ে অভিজ্ঞ নই।

সরকারের অভিজ্ঞ মহলের কেউ দেখলে তিনি হয়ত বলতে পারবেন এটি গ্যাসের বড় মজুদ, নাকি ক্ষুদ্র কোন গ্যাসের ভান্ডার।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপির চন্দ্র বিশ্বাস বলেন, এ বিষয়টি আমি ভূ তাত্ত্বিত জরিপ বিভাগকে অবহিত করে

তাদের মাধ্যমে ঘটনাস্থলে পরীক্ষা নিরিক্ষা চালানোর উদ্যোগ গ্রহনের প্রচেষ্টা চালাবো।

তার আগে আমি এলাকাবাসীকে অনুরোধ করব ঘটনাস্থলের আসপাশে কেউ যেন আগুন না জ্বালান এবং সেখানে অযথা ভীড় না করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।