অসীম রায়
চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুর পৌরসভার প্রধান কার্যালয়ে বিদ্যুতের সংযোগ ১৮ কোটি টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করে দিয়েছে
প্রায় দশ বছর ধরে দিনাজপুর পৌর কর্যালয়ের ভবনে ব্যাবহৃত বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন করে দিয়েছে বলে জানা গেছে নেস্কোর পহ্ম থেকে
দিনাজপুর পৌরসভার এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমরা কোন কথাই বলতে পারব না। বিদ্যুৎ না থাকলে কোন সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। আজকে মেয়র ছুটিতে আছেন। প্যানেল মেয়র দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় আমরা অন্ধকারে বসে আছি।
দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান বলেন, দীর্ঘদিনের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে গত মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের লোকজন এসে দিনাজপুর পৌরসভার প্রধান কার্যালয়ের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। তখন থেকেই প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে, সেবাও দেয়া যাচ্ছে না।
