ঢাকাWednesday , 30 November 2022
  • অন্যান্য

জনপ্রতিনিধিদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত আইন সম্পর্কে জানতে হবে ঃ এমপি এনামুল হক

admin
November 30, 2022 5:51 pm
Link Copied!

 

বিশেষ প্রতিনিধি বাগমারা।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, স্থানীয় উন্নয়নের শেষ ধাপ হচ্ছে ইউনিয়ন পরিষদ। একজন নাগরিকের পরিচয়পত্র প্রদান করে থাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে হয়ে থাকে পাড়ায় পাড়ায় উন্নয়ন। তারা যদি সঠিক ভাবে কার্য সম্পাদন করে তাহলে জনগণ সরকারের সকল সুযোগ সুবিধা পাবে জনগণ। বুধবার দুপুরে বাগমারা উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, একজন নাগরিকের সকল কাজ ইউনিয়ন পরিষদে বসেই করতে পারেন। তাই চেয়ারম্যান সহ সচিব ও মেম্বারদের পরিষদের আইন বিষয়ক সকল কিছু জানতে হবে। কোন নাগরিক যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।

জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট এর সহযোগিতায় তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। প্রশিক্ষণের অভিজ্ঞতার আলোকে চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি মাস্টার লুৎফর রহমান। তিন দিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন এনআইএলজি’র উপ পরিচালক সাইয়েমা হাসান। প্রশিক্ষণ শেষে চেয়ারম্যান, সচিব এবং মেম্বারদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।