ঢাকাTuesday , 22 November 2022
  • অন্যান্য

আর্জেন্টিনা VS সৌদি আরব ম্যাচ দিয়ে শুরু মেসির শেষ বিশ্বকাপ

admin
November 22, 2022 3:53 pm
Link Copied!

 

মোঃ খোকন

বিশ্ব নন্দিত মহা তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ খেলার প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে সৌদি আরবের বিপক্ষে আজ বিকাল বাংলাদেশ সময় ৪টায়।

যদিও ফুটবল বিশ্বকাপ খেলা গত দুদিন আগেই শুরু হয়েছে তথাপি বাংলাদেশী ফুটবলপ্রেমি আর্জেন্টিনা সাপোর্টারদের বিশ্বকাপ যেন আজ থেকেই শুরু।

মঙ্গলবার (২২নভেম্বর) আর্জেন্টিনা বনাম সৌদি আরব ফুটবল ম্যাচটি হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে।

আর্জেন্টিনা সম্ভব্য একাদশ (৪-৩-৩)মার্টিনেজ (গোলরক্ষক)তাগলিয়াফিকো,ওতামেন্দি,রোমেরো,মলিনা,ম্যাক,আলিস্তার,পারেদেস,দি পল,দি মারিয়া,লাউতারো,মেসি।

সৌদি আরব সম্ভাব্য একাদশ (৪-২-৩-১) আল ওয়াইস (গোলরক্ষক),আল শাহারানি,মাদু,আল আমারি,আল ঘানাম,আল নাজাই,আল মালিকি,আল দাওসারি,আল ফারাজ,আল মৌলাদ,আল শেহরি।
[3:36 PM, 11/22/2022] Mahabub: একটু দ্রুত পাবলিশ করবেন পোর্টালের স্বার্থে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।